পেনিনসুলায় তিনদিনের পর্যটন মেলা শুরু

0
139

পিভিউ অনলাইন রিপোর্ট :  দেশের উন্নয়নে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিনি বলেন, ২০২১ সালে দেশের পর্যটন কেন্দ্রগুলো মাতিয়ে রেখেছিলেন দেশি পর্যটকেরা।
ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন খাতের ভূমিকা অনস্বীকার্য। কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, মেরিন ড্রাইভ, ঘুমধুম পর্যন্ত রেললাইন এগুলো পর্যটক আকর্ষণ করবে। অতিথি পাখিরা আমাদের দেশের প্রকৃতির টানে আসে। পর্যটকও আসবেন। সম্ভাবনা কাজে লাগাতে হবে। পরিকল্পনা করে এগোতে হবে। সবাই মিলে কাজ করতে হবে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে পেনিনসুলা হোটেলের জিনিয়া হলে ১২তম চিটাগাং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে সারা বিশ্বে পর্যটক কমেছে। আমাদেরও কমেছে। দুই বছর কোভিডের মধ্যেও বিমান চলাচল স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা করেছি। থার্ড টার্মিনালের কাজ একদিনের জন্যও বন্ধ ছিল না। থাইল্যান্ডের দেখাদেখি মালদ্বীপ ট্যুরিজম ডেভেলপ করেছে। আরব দেশগুলো ট্যুরিজমকে এগিয়ে নিতে কাজ করেছে। ভারতও এগিয়েছে। আমরাও দ্রুততম সময়ে অনেক কাভার করেছি।

সম্পাদনা-এসপিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here