শাহ আমানতে আন্তর্জাতিক ফ্লাইট উন্মুক্ত

0
164
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

পিভিউ রিপোর্ট : বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার বিষয়ে নির্দেশনা দিয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান  বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। তবে এটা নির্ভর করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। তারা যাত্রী পেলে আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট অপারেট করবে। তবে এয়ার বাবল ফ্লাইট চলবে না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোভিড টেস্ট সনদ, করোনা ভ্যাকসিন সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম, বিধি মেনেই ফ্লাইট অপারেট করতে হবে। আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।

সম্পাদনা-এসপিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here