করোনা: সংক্রমণ বেশি উত্তর চট্টগ্রামের ৬ উপজেলায়

0
175

পিভিউ ডেস্ক :   নগরের পাশাপাশি করোনা সংক্রমণ ছড়িয়েছে উপজেলায়। ১৪ উপজেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের চেয়ে উত্তর চট্টগ্রামের উপজেলায় এ সংক্রমণের হার বেশি।

চট্টগ্রামে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ১ থেকে ৮ জুলাই পর্যন্ত ৮ দিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, উপজেলাগুলোতে মোট শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৪ জন। এর মধ্যে উত্তর চট্টগ্রামের ৭ উপজেলায় শনাক্ত হয়েছে ৯৭৭ জন। সংক্রমণের হার ৭৮ দশমিক ৫৩ শতাংশ। দক্ষিণ চট্টগ্রামের ৭ উপজেলায় শনাক্ত হয়েছে ২৬৭ জন। সংক্রমণের হার ২১ দশমিক ৪৬ শতাংশ।

উত্তর চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে সীতাকুণ্ডে ২৩৮ জন। সংক্রমণের হার ১৯ দশমিক ১৩ শতাংশ। এছাড়া হাটহাজারীতে ১৮৭ জন, মিরসরাইয়ে ১৭৬ জন, রাউজানে ১৪২ জন, ফটিকছড়িতে ১২৪ জন, রাঙ্গুনিয়ায় ৮৫ জন এবং সন্দ্বীপ উপজেলায় ২৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ চট্টগ্রামের উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে পটিয়ায় ৪৭ জন। সংক্রমণের হার ৩ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া আনোয়ারায় ৪৬ জন, বোয়ালখালীতে ৪৪ জন, বাঁশখালীতে ৩৪ জন, চন্দনাইশে ৩৩ জন, লোহাগাড়ায় ৩৩ জন এবং সাতকানিয়া উপজেলায় ৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

সম্পাদনা-এসপিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here