‘সমালোচিত’ আফ্রিদির পাশে শোয়েব

0
403

পিভিউ স্পোর্ট স ডেস্ক :  সম্প্রতি প্রকাশিত শহীদ আফ্রিদির আত্মজীবনী ‘দ্য গেমচেঞ্চার’ এক প্রকার তুলকালাম মাতিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেটে। বেশ কিছু বিস্ফোরক তথ্য তিনি তার বইয়ে লিখেছেন যা অনেকেই মানতে পারছেন না। তাকে নিয়ে ব্যাপাক সমালোচনাও হয়েছে। ওয়াকার ইউনিস, গৌতম গম্ভীর, জাভেদ মিয়াঁদাদদের উদ্দেশ্য করে বেশ কটু কথা আছে এই বইয়ে। তাই নিয়ে যখন একাধিক সাবেক ক্রিকেটাররা আফ্রিদিকে কথা শোনাচ্ছেন ঠিক তখনই আফ্রিদির পাশে দাঁড়ালেন আরেক সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।

আফ্রিদি তার বইয়ে অভিযোগে লিখেছেন, পাকিস্তান ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটাররা তার সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করতেন। অনেক সাবেক ক্রিকেটারা এই অভিযোগ মেনে নিতে না পারলেও আফ্রিদির এই অভিযোগের সঙ্গে একমত পোষণ করেছেন শোয়েব আখতার। তিনি আরও এক ধাপ এগিয়ে বলেই বসলেন, আফ্রিদির মতো তারও এ ব্যাপারে অভিজ্ঞতা ভালো নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here