পিভিউ ডেস্ক : সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি নিউ জিল্যান্ড-বাংলাদেশ।
বৃষ্টির প্রত্যাবর্তন
খেলা শুরুর সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা, তখনই আবার ফিরে এসেছে বৃষ্টি। মাঠ শুকানোর প্রক্রিয়া তাই আপাতত বন্ধ। উইকেট ঢেকে রাখা হয়েছে কাভারে।
সরেছে কাভার
বৃষ্টি থেমেছে অকল্যান্ডে, ইডেন পার্কের উইকেটের কাভার সরেছে। চলছে মাঠ শুকানোর কাজ। দুই দলের কয়েকজন ক্রিকেটারও মাঠে নেমে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি
সম্পাদনা-এসপিটি