পিভিউ ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি
তিনি বলেছেন, পরিস্থিতি এরকম থাকলে বিশ্ববিদ্যালয়ের মত অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানও ঈদের পর খুলতে পারে। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক করে শুক্রবারের মধ্যে সে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার ঢাকায় এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনির এই উত্তর আসে।