দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

0
187

পিভিউ ডেস্ক :   চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে উপজেলার কাঞ্চনাবাদ চা বাগান রোডের শাহ আমানত ব্রিক ফিল্ড ও কোয়ালিটি ব্রিক ফিল্ড গুঁড়িয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। তিনি  জানান, ইটভাটাগুলোতে জেলা প্রশাসক কার্যালয়ের লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র ছিল না।

তিনি বলেন, এসব ভাটায় কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত হয়ে আসছিল। অনেকেই কৃষি জমি রক্ষার্থে দাবি জানিয়ে আসছিলেন। পরিবেশ অধিদফতরের তথ্যানুযায়ী চন্দনাইশ উপজেলার অধিকাংশ ইটভাটা অবৈধ। পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে।

সম্পাদনা-এসপিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here