পিভিউ ডেস্ক : প্রতি বছরের ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ওরসা এর উদ্যোগে বোয়ালখালির জ্যৈষ্ঠপুড়া ইউনিয়নের নিরুবালা চৌধুরী একাডেমি প্রাঙ্গণে গরিব ও অসহাদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আওতায় এইবার চল্লিশটির বেশি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি জনাব কাজি ইমাম হোছাইন আবিদের সভাপতিত্বে সম্পাদক সুহাইল ওয়ারেচীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সম্পাদক জনাব মো কামাল উদ্দিন এলটি, আরএসএল জনাব জালাল উদ্দিন, নিরুবালা চৌধুরী একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি জনাব প্রবীর চৌধুরী, ওরসার প্রাক্তন সভাপতি জনাব নুরুল আমিন, প্রাক্তন সম্পাদক রেজাউল করিম, যুগ্মসম্পাদক তাহমিনা আক্তার, জনাব প্রাক্তন এসআরএম নুরুল আবসার, স্যার আশুতোষ কলেজের প্রাক্তন এসআরআম দিগন্ত নাগ ও ইমরান হোসাইন, চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের এসআরএম রোকন উদ্দিন ওয়ারেচী, ইব্রাহীম খলিল সবুজ ও আইরিন সুলতানা সহ আরো অনেক প্রাক্তন ও বর্তমান রোভার উপস্থিত ছিল। শীত বিস্ত্রবিতরণ কর্মসূচির অনুষ্ঠানে বক্তারা ধারাবাহিক ভাবে মানবিক কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট অ্যাসোসিয়েশন (ORSA) এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতি তার বক্তব্যে ওরসার কার্যক্রমে যারা আর্থিক বা অন্যান্য ভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদনা-এসপিটি