নিহত আশরাফ উদ্দিন চৌধুরী (১৭) আনোয়ারা সদর এলাকার মোহাম্মদ আবদুল্লাহর ছেলে। স্থানীয় একটি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, জয়কালী হাটে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আশরাফ ছূরিকাঘাতে গুরুতর আহত হয়।
তাকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশরাফ স্থানীয়ভাবে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
সম্পাদনা-এসপিটি