পিভিউ ডেস্ক : সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তাদির মাওলা সেলিম জয়ী হয়েছেন।
তিনি মোট ১৭ হাজার ৭১৬ ভোট পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির আবুল বশার পেয়েছেন ৭১১ ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফল অনুযায়ী সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে মোট ভোট পড়ে ১৮ হাজার ৬২৬টি। এর মধ্যে বাতিল হয় ১৯৯টি।
রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩৩ হাজার ২৬ জন।
সম্পাদনা-এসপিটি