পিভিউ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সোমবার ওভাল অফিসে বৈঠক করেছেন। একজন সিনিয়র কর্মকর্তা এ খবর জানান।
ধারণা করা হচ্ছে ক্ষমতা থেকে ট্রাম্পকে সরানোর উদ্যোগ নিতে ডেমোক্রেটদের অব্যাহত চাপের মুখে ট্রাম্প ও পেন্স উভয়ে অভিন্ন অবস্থান নিয়েছেন।
তাদের বৈঠকের বিষয়ে প্রশাসনিক ওই কর্মকর্তা আরো জানান, উভয়ের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে।
গত সপ্তাহে ক্যাপিটল হিলে সশস্ত্র হামলার পর উভয়ের এটি প্রথম বৈঠক।
ওই কর্মকর্তার দেয়া তথ্যানুসারে, ২০ জানুয়ারির আগে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোন ইচ্ছে ট্রাম্পের নেই।ওইদিন জো বাইডেনের শপথ নেয়ার মধ্যদিয়ে ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হবে।
এছাড়া কর্মকর্তা আরো জানান, সংবিানের ২৫ তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার কোন ইচ্ছেও পেন্সের নেই। বরং তারা উভয়ে মেয়াদের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন।
সম্পাদনা-এসপিটি