৫ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে তার টেস্ট রান ৩ হাজার ১০৭। গড় ৩৯.৩২। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার ৩৭৫ রান ২৯ সেঞ্চুরিতে।
তবে পরিসংখ্যানে তাকে ফুটিয়ে তোলা যায় সামান্যই। হেলমেট-পূর্ব যুগে ফাস্ট বোলারদের সামনে সব ব্যাটসম্যানেরই ছিল কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় ম্যাকডোনাল্ডকে মনে করা হয় ইতিহাসের সবচেয়ে সাহসী সৈনিকদের একজন। ওয়েস হল, ফ্র্যাঙ্ক টাইসন, ফ্রেড ট্রুম্যান, ব্রায়ান স্টাথামের মতো ভয়ঙ্কর ফাস্ট বোলারদের তিনি সামলেছেন দারুণ দক্ষতায়। পাশাপাশি স্পিনেও তার টেকনিক ছিল ভালো।
সম্পাদনা-এসপিটি