পিভিউ ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম মহানগরীর লালদীঘি পার্কটি সংস্কার করে জনসাধারণের জন্য আবার খুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন সংস্কার কাজ শেষে পার্কটি উন্মুক্ত করেন।
প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সেখানে সিটি করপোরেশনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডায়বেটিক, রক্তচাপ পরীক্ষাসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে।
১৯৩৯ সালে তৎকালীন জমিদার নন্দনকাননের রাজ কুমার ঘোষ নিজ জমিতে লালদীঘি ও দীঘির চারপাশ ঘিরে বাগান করেন।বহুবছর পরিত্যক্ত থাকার পর সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী রায় বাহাদুর রাজ কুমার ঘোষের পরিবার থেকে প্রতীকী মূল্যে লালদীঘি সিটি করপোরেশনের মালিকানায় নেন। পরে দীঘি ঘিরে পার্ক নির্মাণ করা হয়।
সিটি করপোরেশনের প্রশাসক সুজন বলেন, লালদীঘি সংলগ্ন চট্টগ্রাম কারাগার ঘিরে ব্রিটিশবিরোধী আন্দোলনের মহান বিপ্লবীদের স্মৃতি, লালদীঘি মাঠে একুশের প্রথম কবিতা পাঠ, বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণা, জয়বাংলা স্বেচ্ছাসেবক বাহিনীর মার্চপাস্টসহ অজস্র ঐতিহাসিক ঘটনার সূতিকাগার। অনেক বীরত্ব গাঁথার ইতিহাস আছে লালদিঘীকে ঘিরে।
সম্পাদনা-এসপিটি