এক কারখানায় ৪ ভুয়া প্রতিষ্ঠানের ৭ ব্রান্ডের মশার কয়েল তৈরি

0
219

পিভিউ ডেস্ক :পটিয়া পৌরসভার আমজুর হাটের জিএম কেমিক্যাল নামের একটি কারখানায় ৪ ভুয়া প্রতিষ্ঠানের ৭ ব্রান্ডের মশার কয়েল তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসটিআই বিভাগীয় অফিস ও পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি  জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ওই কেমিক্যাল কারখানায় মশার কয়েল উৎপাদন করা হচ্ছিল।

ম্যাজিস্ট্রেটকে সহায়তা দেন বিএসটিআই বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সিএম)  মো. মোস্তাক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান ও মো. তারেক রহমান।  অভিযানে জিএম কেমিক্যালে উৎপাদিত আনুমানিক ১০০ কার্টন (৩০ হাজার পিস) মশার কয়েল ধ্বংস এবং প্রায় ৪০০ কার্টনসহ (১ লাখ ২০ হাজার পিস) কারখানা সিলগালা করা হয়।  মো. মোস্তাক আহম্মেদ জানান, নিম্নমানের ও অবৈধ মশার কয়েল মানব স্বাস্থ্য বিশেষ করে গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।

সম্পাদনা-এসপিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here