পিভিউ বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার তাঁর করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে।
গত কয়েক দিন ধরে সৌমিত্রের মৃদু জ্বর ছিল। তবে করোনার অন্য কোনো উপসর্গ ছিলনা। গতকাল তাঁর করোনা পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
সম্পাদনা-এসপিটি