স্বাস্থ্যবিধি মেনে পশু বেচাকেনা চলবে: নাছির

0
238
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন  শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরে চসিকের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। ছবি-পিপলস ভিউ

পিভিউ ডেস্ক :   করোনাকালের কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে সংক্রমণমুক্ত পরিবেশে পশু বেচাকেনা চলবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরে চসিকের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, নগরে নির্ধারিত কোরবানি পশুর হাটগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মোতাবেক পশু বেচাকেনার সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান্ধব পরিবেশ রক্ষায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সর্বোচ্চ সর্তকতা, পর্যবেক্ষণ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও বর্জ্য অপসারণের সার্বক্ষণিক ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সর্বোপরি সামাজিক দূরত্ব বজায় ও অহেতুক লোক সমাগম এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে পশু বেচাকেনা পর্ব সম্পন্ন করার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।এ সময় চসিক প্যানেল মেয়র ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, এস্টেট অফিসার এখলাছুর রহমান, সাগরিকা পশুর বাজারের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, জামসেদ খান, বিবির হাট পশু বাজারের ইজারাদার এরশাদ মামুন, সুমন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা-শেখর ত্রিপাঠি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here