করোনা ভাইরাস: এবার মাস্ক নিয়ে সুর পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প

0
233

পিভিউ আন্তর্জ াতিক ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে তাহলে তিনি মাস্ক পরবেন।

এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন মি: ট্রাম্প।

তিনি জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন। মি: ট্রাম্প বলতেন যে কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য মি: ট্রাম্পকে আহবান জানান যে তিনি যাতে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরিধান করেন।

এর একদিন পরেই আমেরিকার ফক্স নিউজে মি: ট্রাম্প মাস্ক পরার পক্ষে মন্তব্য করেন। সূত্র-বিবিসি

সম্পাদনা-শেখর ত্রিপাঠি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here