পিভিউ প্রযুক্তি ডেস্ক : ফেসবুক থেকে বড় বড় কোম্পানি বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে। ফেসবুকে বর্ণবাদ ও ঘৃণ্য বক্তব্য ছড়ানোর প্রতিবাদে এ মাধ্যম বর্জনের জন্য #স্টপহেটফরপ্রফিট আন্দোলন জোরদার হচ্ছে। এ পরিস্থিতি সামলাতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘৃণ্য বক্তব্য ঠেকানোর কৌশল, পোস্টে লেবেল লাগানোসহ নানা পরিবর্তন আনার কথা বলেছেন। তারপরও ফেসবুকের ওপর আস্থা রাখতে পারছেন না অনেকেই। এতে এক ধাক্কায় ফেসবুকের প্রধান নির্বাহীর সম্পদ ৭০০ কোটি ডলার কমে গেছে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, জাকারবার্গের সম্পদের পরিমাণ আগের তুলনায় ৭২০ কোটি মার্কিন ডলার কমে গেছে। গত শুক্রবার ফেসবুকের শেয়ারের ৮ দশমিক ৩ শতাংশ দরপতন ঘটে। গত তিন মাসের মধ্যে ফেসবুক শেয়ারের এতটা পতন ঘটেনি। ফেসবুকে এ বছরে বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দিয়ে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে ইউনিলিভার। ফেসবুকের অন্যতম বৃহৎ বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ইউনিলিভার। ইতিমধ্যে ৯০টির বেশি প্রতিষ্ঠান ফেসবুকে বিজ্ঞাপন বর্জন করার ঘোষণা দিয়েছে।
সম্পাদনা-শেখর ত্রিপাঠি